স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোরে ঝালকাঠির নলছিটি উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুছ লস্করের গাড়িতে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মাকসুদুর রহমান জানান, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুছ লস্করের ব্যবহৃত সরকারি গাড়িটি উপজেলা পরিষদের গ্যারেজেথাকা অবস্থায় পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আগুন দেখে পাহারাদাররা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলে। ততক্ষণে গাড়ির সামনের, পেছনের গ্লাস, টায়ার ও গাড়ির কাজড়পত্রসহ অফিসিয়াল বেশ কিছু কাগজপত্র পুড়ে যায়।
পরিদর্শক আরো জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। ঝালকাঠি পুলিশ সুপার মো. মজিদ আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইউনুছ লস্কর বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তিনি জড়িতদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানান।