স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)।
এতে বলা হয়, মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় ১৫৯টি শূন্যপদ পূরণে সংশ্লিষ্ট প্রার্থীরা আবেদন করতে পারবেন।
প্রার্থীদের টেলিটক মোবাইল থেকে ৫০০ টাকা ফি জমা দিয়ে আগামী ৩ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করতে হবে।
আগামী ৩ মার্চ কোটার প্রার্থীদের জন্য ৩২ বছর ও সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ৩০ বছর বয়স গণনা করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫০ শতাংশ কোটা বিভাগীয় প্রার্থীদের (সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক) জন্য সংরক্ষিত থাকবে। বিভাগীয় প্রার্থী না পাওয়া গেলে মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থী দিয়ে পূর্ণ করা হবে।
পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) বিজ্ঞপ্তি পাওয়া যাবে।