বাড়িআন্তর্জাতিকইসলাম-বিকৃতকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ

ইসলাম-বিকৃতকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ

 obama_27297
অান্তজাতিক সংবাদ,সময় সংবাদ বিডি-
ঢাকাঃ যুক্তরাষ্ট্র যুদ্ধ করছে ইসলামের বিরুদ্ধে নয়, যারা ইসলামকে ভুলভাবে গ্রহণ করেছে তাদের বিরুদ্ধে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা।
বুধবার হোয়াইট হাউজে ধর্মীয় উগ্রপন্থা নিয়ে শুরু হওয়া সম্মেলনে একথা বলেন তিনি।
ওই সম্মেলনে বিশ্বের ৬০টি দেশের প্রতিনিধিরা  অংশ নিয়েছেন। মানুষকে মৌলবাদী করে তোলা আদর্শের বিরুদ্ধে বিশ্বকে যুদ্ধ করতে হচ্ছে বলে মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
ওবামা বলেন, যারা ইসলামিক স্টেট বা আল-কায়েদার মতো গ্রুপগুলোর নেতৃত্ব দিচ্ছেন তারা ধর্মীয় নেতা নন, সন্ত্রাসী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img