আন্তর্জাতিক ডেস্ক,সময় সংবাদ বিডি- :
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইউক্রেন ইস্যুতে রাশিয়া তাদের ‘আক্রমনাত্মক কর্ম’ অব্যাহত রাখলে এর জন্য চরম মূল্য দিতে হবে।
বুধবার বিবিসি অনলাইন এ খবর নিশ্চিত করেছে।
ওবামা রুশ প্রেসিডেন্ট পুতিনকে ইউক্রেন সহিংসতার একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করার আহবান জানিয়েছেন। গত বছরের এপ্রিল থেকে ইউক্রেনে রুশপন্থি বিদ্রোহীদের সাথে সরকারি বাহিনীর সংঘাত চলে আসছে।
বুধবার বেলারুশের রাজধানী মিনস্কে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফ্রান্স, জার্মানি এবং ইউক্রেন নেতাদের সাথে বৈঠক করার কথা রয়েছে। রাশিয়ার একটি সূত্রে বলা হয়, ৪ দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই আলোচনাকে সামনে রেখে একটি যুদ্ধবিরতিতে যেতে সম্মতি প্রকাশ করেছে।
তবে এই আলোচনাকে সামনে রেখেও পূর্ব ইউক্রেনে সংর্ঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিদ্রোহীদের সাথে সংঘর্ষে ৮ জন নিহত হয়েছে। কারামাটোর্স্ক সেনা ঘাঁটি এলাকায় এ নিহতের ঘটনা ঘটে।
ইউক্রেন সরকারের পক্ষ থেকে বলা হয়, বিদ্রোহীদের রকেট হামলায় ওই ৮ জন নিহত হয়েছে। তবে বিদ্রোহীদের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে।
ইউক্রেন এবং পশ্চিমা বিশ্ব রুশপন্থিদের সেনা ও অস্ত্র দিয়ে সহযোগিতা করার জন্য রাশিয়াকে দোষারোপ করে আসছে। কিন্তু রাশিয়া বরাবরই সে অভিযোগ অস্বীকার করে আসছে।
প্রসঙ্গত, গত বছরের এপ্রিল থেকে শুরু হওয়া ইউক্রেন সংঘাতে ৫ হাজার ৪০০ জনেরও বেশি লোক নিহত হয়েছে।