বাড়িআন্তর্জাতিকইউক্রেনে সরকারি সেনা ও রুশপন্থি গেরিলাদের সংঘর্ষ :নিহত ১১

ইউক্রেনে সরকারি সেনা ও রুশপন্থি গেরিলাদের সংঘর্ষ :নিহত ১১

 

TDN2475

অান্তজাতিক সংবাদ,সময় সংবাদ বিডি:-

ইউক্রেনে সরকারি সেনা ও রুশপন্থি গেরিলাদের নতুন সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছে। পূর্ব ইউক্রেনে সহিংসতা অবসানের লক্ষ্যে বেলারুশের রাজধানী মিনস্কে একটি যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পরও এ সংঘর্ষ এবং হতাহতের ঘটনা ঘটলো।

রুশপন্থি কর্তৃপক্ষ শুক্রবার বলেছে, সরকারি সেনাদের গোলা বর্ষণে গত ২৪ ঘণ্টায় লুগানস্ক শহরে তিন বেসামরিক নাগরিক নিহত ও পাঁচজন আহত হয়েছে।

অন্যদিকে, ইউক্রেনের সামরিক বাহিনীর জেনারেল স্টাফের মুখপাত্র ভ্লাদিস্লাভ সেলেজ্‌নিয়ভ জানিয়েছেন, তাদের পক্ষে মারা গেছে আট সেনা। এছাড়া, রুশপন্থি গেরিলাদের হামলায় আহত হয়েছে অন্তত ৩৪ জন।

এদিকে, রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইইউ জোট বলেছে, মিনস্কে সই হওয়া যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে ব্যর্থ হলে মস্কোর বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হবে। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে জোটের শীর্ষ সম্মেলনে এ হুমকি দিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। সূত্র: রেডিও তেহরান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img