রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন রাশিয়ান টেলিভিশনে প্রদত্ত এক সাক্ষাতকারে প্রতিবেশী দেশ ইউক্রেনের সাথে যুদ্ধকে অনিচ্ছাকৃত বলে উল্লেখ করেছেন। তিনি তার সাক্ষাতকারে পূর্ব ইউক্রেনে স্থিতিশীলতা বজায় রাখতে মিনস্ক শান্তিচুক্তির ওপর তার পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। ঐ চুক্তিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদও সমর্থন দিয়েছে।
ইউক্রেনের সংঘাতে রুশ সেনাবাহিনীর সম্পৃক্ততার কথা আবারো অস্বীকার করে পুতিন বলেন, ইউক্রেন সরকার রুশ বাহিনীর কথা বলছে, কারণ তাদের কাছে হারাটা সাবেক খনিশ্রমিক এবং ট্রাক্টরচালকদের কাছে হারার চাইতে কম লজ্জাজনক।
ইউক্রেনের পূর্বাঞ্চল যে সংকট চলছে তার জন্য রাশিয়াকে বিভিন্ন সময়ে বারবারই দায়ী করেছে ইউক্রেন এবং পশ্চিমা বিশ্ব। কিন্তু তাদের এই দাবী প্রথম থেকেই নাকচ করে আসছে রাশিয়া।
তবে এই উত্তেজনার প্রেক্ষিতে রাশিয়া-ইউক্রেনের মধ্যে কোন যুদ্ধের হুমকি আছে কিনা সেই প্রশ্ন করা হলে, প্রতিবেশী এই দুই দেশের মধ্যে যুদ্ধ হবার কোনো সম্ভাবনা নেই বলে আশ্বস্ত করেছেন তিনি।
ইউক্রেনের সংকটের সঙ্গে রাশিয়ার যোগসূত্র আছে- এধরণের বক্তব্য শুনে তিনি মর্মাহত হন বলেও উল্লেখ করেন পুতিন।
ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবার দাবীতে গত একবছর ধরে দেশটির পূর্বাঞ্চলে সরকারী বাহিনী এবং রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে।