স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ বাংলাদেশের চলমান রাজনৈতিক অচলাবস্থা পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার বিষয়ক সংসদীয় উপকমিটির ৬ সদস্যের প্রতিনিধি দলটি ঢাকায় এসে পৌঁছেছেন।
প্রতিনিধি দলের সদস্যরা হলেন- জোসেফ উইডেনহোলজার, মারসিন গ্যাসিউইক, লেভেনটি ক্যাসজি, ক্যারোল কারস্কী, ব্রিগিটটি বাটেইল্লি এবং ক্রিস্টিয়ান ড্যান প্রিদা।
এদিকে, সফররত ইইউ প্রতিনিধি দলটি আজ মঙ্গলবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাৎ করবেন। এ সময় ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসের সদস্যরাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
সফরকালে বাংলাদেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন তারা।