বাড়িক্রিকেটইংল্যান্ডকে তুলোধুনো করল অস্ট্রেলিয়া

ইংল্যান্ডকে তুলোধুনো করল অস্ট্রেলিয়া

England v Australia - 2015 ICC Cricket World Cup

নিজস্ব প্রতিবেদক, সময় সংবাদ বিডি-

ঢাকা:  ইংলিশ বোলারদের তুলোধুনো করে বিশ্বকাপের ১১তম আসরে স্বাগতিক অজি  ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চের সেঞ্চুরি, অধিনায়ক জর্জ বেইলির দায়িত্বশীল অর্ধশতক এবং শেষ দিকে ম্যাক্সওয়েল ও ব্র্যাড হ্যাডিনের ঝড়ো ইনিংসে ভর করে ৫০ ওভার শেষে ৯ উইকেটে ৩৪২ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া।

দলকে মজবুত অবস্থানে রেখে বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি করে সাজঘরে ফেরেন অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ। ৩৭তম ওভারের তৃতীয় বলে মরগানের সরাসরি থ্রোতে রানআউট হন তিনি। এরপর ৩৯তম ওভারের প্রথম বলে ইংলিশ পেসার স্টিভেন ফিন বোল আউট করেন অজি অধিন‍ায়ক জর্জ বেইলিকে।

এর আগে ৭০ রানের মধ্যেই টপ অর্ডারের ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে অস্ট্রেলিয়া। ম্যাচের ৭ম ওভারে পরপর দুই বলে স্টুয়ার্ট ব্রড সাজঘরে ফেরান ডেভিড ওয়ার্নার ও  শেন ওয়াটসনকে। এরপর ১১তম ওভারের তৃতীয় বলে দারুণ ফর্মে থাকা স্টিভ স্মিথকে বোল্ড করেন ক্রিস ওকস।

ইনিংসের শেষ বলে হ্যাট্রিক পূর্ণ করেন ফিন। ১০ ওভার বল করে ৭১ রান খরচ করে ৫টি ইকেট দখল করেন তিনি। ইংল্যান্ডের আরেক ফাস্ট বোলার স্টুয়ার্ড ব্রড নেন ২টি উইকেট।

শেষ ওভারের শেষ তিন বলে ইংলিশ বোলার স্টিভেন ফিন বিশ্বকাপের প্রথম হ্যাট্রিক পেলেও, অস্ট্রেলিয়ার রানের পাহাড় থামাতে পারেননি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img