বাড়িক্রিকেটআয়ারল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার বড় জয়

আয়ারল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার বড় জয়

South Africa

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ আয়ারল্যান্ডের বিপক্ষে ২০১ রানের সহজ ও প্রত্যাশিত জয় পেয়েছে  প্রোটিয়ারা। এ জয়ের ফলে ৬ পয়েন্ট টেবিলে দক্ষিণ আফ্রিকার অবস্থান দুই। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে রয়েছে ভারত।

দেয়া  ৪১২ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় আয়ারল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে দাঁড়াতে পারেনি আয়ারল্যান্ডের কোন ব্যাটিং। ফলে ২১০ রানেই শেষ হয় আয়ারল্যান্ডের ইনিংস।

সর্বোচ্চ ৫৮ এবং ৪৮ রান আসে বালবির্নি ও কেবিনও ব্রায়ানের ব্যাট থেকে।

দক্ষিণ আফ্রিকার হয়ে ২১রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন অ্যাবোট। এছাড়া মনি মরকেল ৩ ও এবি ডি ভিলিয়ার্স নিয়েছেন এক উইকেট।

এর আগে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্তকে যৌক্তিক প্রমাণ করে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভার শেষে দ. আফ্রিকা ৪ উইকেট হারিয়ে তুলে ৪১১ রান।

প্রোটিয়াদের হয়ে ব্যাটিংয়ে নেমে শতক তুলে নেন ওপেনার হাশিম আমলা এবং তিন নম্বরে ব্যাটিংয়ে নামা ফাফ ডু প্লেসিস। এছাড়া রাইলি রুশো করেন অপরাজিত ৬১ রান (৩০ বলে) এবং ডেভিড মিলার করেন অপরাজিত ৪৬ রান (২৩ বলে)।

আমলা এবং ডু প্লেসিস বিশ্বকাপে দ. আফ্রিকার হয়ে দ্বিতীয় উইকেট জুটিতে রেকর্ড ২৪৭ রানের পার্টনারশিপ গড়েন।

 
এতে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img