সময় সংবাদ BD || স্পোর্টসঃ ঘরের মাঠে বিশ্বকাপ ফাইনাল। গ্রুপ পর্ব, সেমিফাইনালে কোনো ম্যাচ না হারা ভারত ফাইনালে অজিদের হারালেই জিততো নিজেদের তৃতীয় বিশ্বকাপ। বিশ্ব শিরোপা জয়ের উল্লাসে মাতবে রোহিত-কোহলিরা- এমন প্রত্যাশা থেকেই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রায় লাখখানেক দর্শক উপস্থিত হয়েছিল। পুরো স্টেডিয়াম যেন রূপ নিয়েছিল ‘নীল সাগরে’। সেই ‘নীল সাগরেই’ ভারতকে ডুবিয়ে ছয় উইকেটের জয়ে ষষ্ঠ শিরোপা অর্জনের উল্লাসে মাতে অস্ট্রেলিয়া।
রোববার (১৯ নভেম্বর) বিশ্বকাপের শিরোপা নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ২৪১ রান। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৭ রানেই প্রথম তিন উইকেট হারায় অজিরা। এরপর সেখান থেকে বাকি কাজটুকু সারেন হেড এবং লাবুশেনে। দায়িত্বশীল ব্যাটিংয়ের পাশাপাশি দলকে নিয়ে যান জয়ের বন্দরেও। ৪২ বল বাকি থাকতে ৬ উইকেটের জয়ে বিশ্ব শিরোপা নিশ্চিত করে অজিরা। ফাইনালে দুর্দান্ত ব্যাটিং করা হেড নির্বাচিত হন ম্যান অফ দ্যা ম্যাচ।
ভারতের দেয়া ২৪১ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। পুরো বিশ্বকাপজুড়ে আলো ছড়ানো শামি এদিনও উইকেট পেয়ে যান দ্বিতীয় বলে। ডেভিড ওয়ার্নারকে ফেরান তিনি। দ্বিতীয় উইকেটের জন্যও ভারতকে লম্বা সময় অপেক্ষা করতে হয়নি। ১৫ বলে ১৫ রান করে বুমরাহর বলে আউট হন মিচেল মার্শ।
মার্শের পর স্টিভেন স্মিথ বুমরাহর বলে এলবিডব্লিউ হলে ম্যাচ আরও জমে উঠার আভাস দেয়। তবে বাকি গল্পটুকু কেবলই হেড-লাবুশেনের। ভারতের কোনো বোলারই পাত্তা পাননি তাদের কাছে। ১৫ চার ও ৪ ছক্কায় ১২০ বলে দুর্দান্ত ১৩৭ রানের ইনিংসের পর
হেড যখন আউট হন ততক্ষণে অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমে চলছিল শিরোপা জয়ের প্রস্তুতি। ম্যাক্সওয়েল দৌড়ে দুই রান নেওয়ার পরই শিরোপা জয়ের উল্লাসে মাতে অজিরা।