স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ ভারতের আসামের গোলাঘাট জেলায় সড়ক দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি হয়েছে। এতে আহত হয়েছে আরও ৮ জন। নিহতের মধ্যে ৫ জন নারী ও ৭ জন পুরুষ রয়েছে।রোববার ভোররাতে এ দুঘর্টনা ঘটে।
পুলিশ জানিয়েছে, ১৫ জন আরোহী নিয়ে টাটা উইঙ্গার মডেলের একটি মাইক্রো লক্ষীপুরের ঢাকুয়াখানা থেকে দারগাঁও যাচ্ছিল। গোলাঘাটের কাজীরাঙ্গা লতাবাড়ি এলাকার কাছাকাছি পৌঁছালে একটি মালবাহী ট্রাকের সাথে সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত হয় ৮ জন।
এক খবরে এনডিটিভি জানিয়েছে, আহতদের স্থানীয় জরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই দুর্ঘটনায় সৌভাগ্যক্রমে মাক্রোবাসের চালক বেঁচে গেছেন।