স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ মঙ্গলবার সকালে আশুলিয়ায় পুকুরপাড় এলাকার মাহাবুব অ্যাপারেলন্স সোয়েটার কারখানায় শ্রমিক, পুলিশ ও মালিক পক্ষের ত্রিমুখী সংঘর্ষে কমপক্ষে ২০ জন শ্রমিক আহত হয়েছেন।
শিল্প পুলিশ জানায়, পিস রেট বৃদ্ধির দাবিতে সোমবার সকালে মাহাবুব অ্যাপারেলন্স সোয়েটার কারখানার সাত শতাধিক শ্রমিক কাজে যোগ না দিয়ে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেন। ওই দিন মালিক পক্ষ শ্রমিকদের আগের নিয়মে কাজ দিতে বলেন। পরে শ্রমিকরা নতুন পিস রেট বৃদ্ধি করা ছাড়া কাজ করবে না বলে জানালে মালিকপক্ষ মঙ্গলবার কারখানা ছুটি ঘোষণা করে।
মঙ্গলবার সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দিলে অবৈধভাবে আন্দোলন করার অভিযোগে রানা হামিদ ও সাজেদুল নামের দুই শ্রমিককে লাঠি সোটা ও রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন মালিকপক্ষের লোকজন। পরে অন্য শ্রমিকরা এক হয়ে মালিক পক্ষের লোকজনের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে হামলা চালায়। এ সময় শ্রমিকরা পুলিশের উপরও ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ লাঠি পেটা শুরু করে। এতে শ্রমিক, পুলিশ ও মালিক পক্ষের ত্রিমুখী সংঘর্ষ হয়।
আহত শ্রমিকদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জনায় পুলিশ।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, কারখানায় অবৈধভাবে আন্দোলন করার অভিযোগে শ্রমিকদের উপর মালিক পক্ষের লোকজন হামলা করেছে। এ সময় শ্রমিকরা দায়িত্বরত পুলিশকে ইটপাটকেল নিক্ষেপ করলে ত্রিমুখী সংঘর্ষ হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল সময় সংবাদ বিডিকে বলেন, যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।