বাড়িঅর্থনীতিআরো এক হাজার ৫১৮ কোটি ৪৯ লাখ টাকা চায় স্থানীয় সরকার বিভাগ

আরো এক হাজার ৫১৮ কোটি ৪৯ লাখ টাকা চায় স্থানীয় সরকার বিভাগ

Govt_logo_297168685-300x165

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ স্থানীয় সরকার বিভাগ ২০১৪-১৫ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে আরো এক হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে । এজন্য ইতিমধ্যে পরিকল্পনা কমিশনে অতিরিক্ত এই অর্থ চেয়ে চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, সারা দেশে অতিরিক্ত আরো সড়ক এবং ব্রিজ/কালভার্ট নির্মাণ করা হবে। এছাড়া স্থানীয় এলাকার জনগণ ও জনপ্রতিনিধিদের ব্যাপক চাহিদা এবং দরিদ্র জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে এসব কাযর্ক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দেশের সব গ্রোথসেন্টার ও ইউনিয়নসমূহে যোগাযোগ নেটওয়ার্ক স্থাপনের জন্য গ্রামীণ সড়ক ও কালভার্ট নির্মাণ করা হবে। এছাড়া ইউনিয়ন পরিষদের অবকাঠামোগত উন্নয়নের প্রচুর চাহিদা মেটানোর লক্ষ্যে অতিরিক্ত বরাদ্দ প্রয়োজন।

আরএডিপি’র জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো চিঠিতে দেখা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর সংশোধিত এডিপিতে আরো এক হাজার ৫১৮ কোটি ৪৯ লাখ টাকা অতিরিক্ত বরাদ্দ চেয়েছে। এর ফলে সংশোধিত এডিপি’র আকার বেড়ে দাঁড়াবে ৮ হাজার ৫৯০ কোটি ৮১ লাখ টাকা।

২০১৪-১৫ অর্থবছরে এডিপি’র আকার ছিল ৭ হাজার ৭২ কোটি ৩২ লাখ টাকা। তবে পদ্মাসেতুর জন্য ৮ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। তা সবই ব্যয় হবে।

৫৫টি মন্ত্রণালয় ও বিভাগের চাহিদার ভিত্তিতে চলতি অর্থবছরে ৮৬ হাজার কোটি টাকার প্রস্তাবিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) গ্রহণ করে সরকার।  এর মূল এডিপি’র মধ্যে স্বায়ত্বশাসিত সংস্থা খাতের ৫ হাজার ৬৮৫ কোটি ৪৮ লাখ টাকা যোগ করা হয়েছে।

এদিকে পরিকল্পনা কমিশন সূত্র জানায়, চলতি অর্থবছরে সংশোধিত এডিপি’র আকার হবে ৭২ হাজার কোটি টাকা। কিছু মন্ত্রণালয় টাকা খরচ করতে পারেনি। আবার কিছু মন্ত্রণালয়ের চাহিদার কারণে মূল এডিপি থেকে প্রায় ৮ হাজার কোটি টাকা কমানো হয়েছে। তবে কমেনি পদ্মাসেতুর বরাদ্দ।

২০১৩-১৪ অর্থবছরে সংশোধিত এডিপির মোট আকার ছিল ৬০ হাজার ৫৮২ কোটি টাকা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img