স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলসহ ২০ নেতাকর্মীর বিরুদ্ধে দুটি মামলা করেছে পুলিশ।
মঙ্গলবার পুলিশ বাদী হয়ে মামলা দুটি করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, বিএনপি নেতৃতাধীন ২০ দলীয় জোটের হরতাল ও অবরোধে নাশকতার অভিযোগে তাদের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে ।