বাড়িবিচিত্রআবিষ্কৃত হল নতুন এক্সোপ্ল্যানেট Kepler-432b

আবিষ্কৃত হল নতুন এক্সোপ্ল্যানেট Kepler-432b

images

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ জার্মানিতে পৃথকভাবে কাজ করতে থাকা দুই দল গবেষক কেপলারের সাহায্যে সম্প্রতি খুঁজে পেয়েছেন এক বিশাল এক্সোপ্ল্যানেট। নতুন পাওয়া এই এক্সোপ্ল্যানেটের নাম দেওয়া হয়েছে Kepler-432b।

নাসার কেপলার স্পেস টেলিস্কোপ ২০০৯ সালে থেকে ২০১৩ সাল পর্যন্ত একে পর্যবেক্ষণ করে এবং এরপর নিশ্চিত হওয়া যায় যে এটি আসলেই একটি গ্রহ, অন্য কোনো ধরণের জ্যোতিষ্ক নয়।

আন্দালুসিয়া, স্পেন এর কালার আলতো অবজারভেটরির টেলিস্কোপ এবং ক্যানারি আইল্যান্ডের নরডিক অপটিক্যাল টেলিস্কোপ ব্যবহার করে জানা যায়, Kepler-432b বেশ ঘন পদার্থে তৈরি। এটি মোটামুটি বৃহস্পতির মতো আকারের হলেও এর ভর বৃহস্পতির প্রায় ছয় গুণ। এটি যে তারকাকে প্রদক্ষিণ করছে তাও বেশ অদ্ভুত। এটি একটি রেড জায়ান্ট ধরণের তারকা এবং এর কক্ষপথ সূর্যের মোটামুটি চারগুণ বেশি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img