স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহম্মেদের বিরুদ্ধে ফের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল হকের আদালতে শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করা হয়।
এদিন তদন্ত কর্মকর্তা রিজভীকে আদালতে হাজির করে ওই মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।
আদালতে রিজভীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, অ্যাডভোকেট মহসিন মিয়াসহ দলীয় আইনজীবীরা।
অপর দিকে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন, মহানগর পিপি আব্দুল্লাহ আবু, অ্যাডভোকেট শাহ আলম তালুকদার এবং পুলিশের সহকারী কমিশনার মিরাসউদ্দিন।
এর আগে গত ৪ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী থানার আরেকটি মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন মহানগর ম্যাজিস্ট্রেট রেজাউল করিম।
গত ২৩ জানুয়ারি রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় রাত ১০টার দিকে তারাবো পরিবহনের একটি বাসে পেট্রোলবোমা ও ককটেল হামলা চালায় দুবৃর্ত্তরা। এর ফলে আগুনে দগ্ধ হয়েছেন ২৯ যাত্রী।
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি রাজধানীর গুলশানের পার্ক রোডের একটি বাসা থেকে রাত পৌনে ৩টার দিকে র্যাব সদস্যদের হাতে আটক হন রিজভী।