বাড়িপ্রধান খবরআবারো ৩ দিনের রিমান্ডে রিজভী

আবারো ৩ দিনের রিমান্ডে রিজভী

rizvi-in-court

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে যাত্রবাড়ী থানায় গাড়ি পুড়ানো একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

সোমবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মারুফ হোসেনের আদালতে ৩ দিন রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির ডেমরা জোনের এসআই মো. বশির আহমেদ আসামিকে আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেছিলেন।

রিমান্ড আবেদেনে বলা হয়, গত ২৩ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-ডেমরা রোডের মাতুয়াইল ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ২শ গজ আগে গ্লোরি পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় ৩১ জন অগ্নিদগ্ধ হয়। এর মধ্যে ৮ জনের অবস্থা গুরুতর এবং একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাই এ ঘটনায় পাঁচ লাখ টাকা ক্ষতির বিষয় উল্লেখ করা হয়।

উল্লেখ্য, একই থানার অপর একটি মামলায় ৫ দিনের রিমান্ড শেষে রিজভী আহমেদকে আজ সোমবার আদালতে হাজির করা হয়।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img