স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদেকে রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা বিস্ফোরক আইনের এক মামলায় দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার ঢাকার সিএমএম আদালতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাশেদ তালুকদার দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে রিজভীকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) নুর ইসলাম। শুনানি শেষে আদালত তার ২ দিন রিমান্ড মঞ্জুর করে।
উল্লেখ্য, এর আগে যাত্রাবাড়ী থানায় দায়ের করা গাড়ি পোড়ানো মামলায় তিনদিনের রিমান্ডসহ বিভিন্ন মেয়াদে আরও চার বার রিজভীকে রিমান্ডে নেওয়া হয়।
৩০ জানুয়ারি দিনগত রাতে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে রিজভীকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১ (র্যাব) সদস্যরা।