স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ বিএনপি জোটের লাগাতার অবরোধের মধ্যে টানা হরতাল ফের বৃদ্ধি করায় এসএসসির দ্বিতীয় দিনের ছয়টি পরীক্ষাও পেছানো হয়েছে।
আজ বিকেল ৪ টায় এক সংবাদ সম্মলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ কথা জানান।
৪ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০টা থেকে এসএসসিতে বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র, সহজ বাংলা দ্বিতীয় পত্র এবং বাংলা ভাষা ও বাংলাদেশের সংষ্কৃতি দ্বিতীয় পত্র পরীক্ষা ছিল। এসব পরীক্ষা আগামী ৭ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি।
এর আগে ২ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষা হরতালের কারণে পিছিয়ে দেয়া হয়। ২ তারিখের পরীক্ষা ৬ ফেব্রুয়ারি নেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়।