স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ লাগাতার অবরোধের পাশাপাশি আবারো দেশব্যাপী টানা ৭২ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
শুক্রবার এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ এ ঘোষণা দেন।
এই হরতাল আগামী ২২ ফেব্রুয়ারি রোববার সকাল ৬টা থেকে ২৫ ফেব্রুয়ারি বুধবার সকাল ৬টা পর্যন্ত বলবত থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।