আন্তর্জাতিক ডেস্ক সময় সংবাদ বিডি:
জর্ডানী বিমানচালক নিহতের পর আবারও আইএসের (ইসলামিক স্টেট) ওপর বিমান হামলা চালানো শুরু করেছে দেশটি। বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহর প্রতিশোধের ঘোষণার পরই এ হামলা শুরু হল। খবর আলজাজিরা ও বিবিসির।
জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী নাসির জদেহ জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে আইএস সদস্যদের লক্ষ্য করে আবারও বিমান হামলা চালানো শুরু করা হয়েছে।
এদিন ঠিক কোথায় হামলা চালানো হয়েছে সে বিষয়টি নিশ্চিত করে জানাননি নাসির। তবে এর আগে দেশটি শুধু সিরিয়ায় হামলা পরিচালনা করলেও বর্তমানে ইরাকে তা বিস্তৃত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এদিকে বাদশাহ আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাতের পর নিহত মুয়াজ আল-কাসাসবেহর বাবা সাফি আল-কাসাসবেহ জানিয়েছেন, সিরিয়ার রাক্কা থেকে বোমা হামলা চালানো শুরু করেছে জর্ডানী রয়্যাল ফোর্সের বিমান।
নিহত বিমানচালক মুয়াজের গ্রামের বাড়িতে তার পরিবারের সদস্যদের সঙ্গে বৃহস্পতিবার দেখা করতে যান জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ ও রাণী রানিয়া। এ সময় গ্রামটির উপর দিয়ে জর্ডানী যুদ্ধবিমান উড়তে দেখা যায়।
সম্প্রতি সিরিয়ায় বন্দী জর্ডানী বিমানচালক মুয়াজ আল-কাসাসবেহকে (২৬) জীবন্ত পুড়িয়ে হত্যার ভিডিও প্রকাশ করে আইএস। এর পর আইএসের ওপর আরও কঠোর হামলা চালানোর ঘোষণা দেয় জর্ডান। এরই ধারাবাহিতকতায় আল-কায়েদা সংশ্লিষ্ট দুই কয়েদীর মৃত্যুদণ্ড কার্যকর করে দেশটি।
এদিকে জর্ডানী বিমানচালক নিহতের ঘটনার পর আইএসের ওপর বিমান হামলা না চালানোর সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাত।