বাড়িজাতীয়আবারো গুলশান কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের মানববন্ধন

আবারো গুলশান কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের মানববন্ধন

gulshan karjaloy

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ ও গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, শিক্ষকসহ অভিভাবকরা।

বুধবার দুপুর ১২টা ২০ মিনিট থেকে ১২ টা ৫৫ মিনিট পর্যন্ত এ মানববন্ধন করেন তারা। এতে প্রায় দুই শতাধিক ছাত্র অংশ নিয়েছে। এর মধ্যে ক্যামব্রিয়ানের ১৩০ জন ছাত্র রয়েছে।

এসময় শিক্ষার্থীদের হাতে ‘খালেদা জিয়া বাঁচতে চাই, শান্তি চাই’ লেখাসহ নানা ধরনের লেখা প্লেকার্ড ছিল।

এসময় শিক্ষার্থীরা বলেন, যে রাজনীতি আমাদের পরীক্ষা ও শিক্ষাজীবনে প্রভাব ফেলবে, আমরা এমন রাজনীতি চাই। আমরা যেন সুষ্ঠুভাবে ও সময় মতো এসএসসি পরীক্ষা শেষ করতে পারি, সেজন্য হরতাল প্রত্যাহারের জন্য আহ্বান জানাই।

মানববন্ধনের শুরুর আগে ঢাকা ১৭ আসনের সাংসদ ও বিএনএফ সভাপতি আবুল কালাম আজাদ বলেন, কোমলমতি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে হরতাল অবরোধ বন্ধ করা হোক। তারা যেন নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে সেজন্য রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img