স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানায় ৩০৫ মাইলের মিসাইল দুটি উত্তর কোরিয়ার পশ্চিমের শহর নমপো থেকে দক্ষিণ কোরিয়ার সাগর পেনিসুলাতে নিক্ষেপ করা হয়।
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বার্ষিক সামরিক মহড়া শুরুর আগে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার অংশ হিসেবে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া।
এদিকে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের আসন্ন বার্ষিক সামরিক মহড়াতে প্রায় ১০ হাজার সৈন্য অংশগ্রহন করবে। দক্ষিন কোরিয়া ও যুক্তরাষ্ট্র তাদের এই মহড়াকে প্রতিরক্ষার অংশ বললেও উত্তর কোরিয়া এটিকে তাদের প্রতি হামলার শামিল বলে আখ্যায়িত করে আসছে।
প্রক্রিয়াধীন এই সামরিক মহড়াটি দুটি ধাপে অনুষ্ঠিত হবে। এদের একটি হল কে রিসোলভ যেটি সম্পূর্ণ কম্পিউটার নিয়ন্ত্রিত একটি পদ্ধতি এবং ১২ দিন ধরে চলবে। অপরটি হল ফোয়েল ইগল যেটি স্থলে, আকাশে ও পানি পথে মহড়া চালাবে।