বাড়িআন্তর্জাতিকআবারো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে উত্তর কোরিয়া

আবারো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে উত্তর কোরিয়া

46953dc123ae302472d74bb18974d35c_XL
স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানায় ৩০৫ মাইলের  মিসাইল দুটি উত্তর কোরিয়ার পশ্চিমের শহর নমপো থেকে দক্ষিণ কোরিয়ার সাগর পেনিসুলাতে নিক্ষেপ করা হয়।
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বার্ষিক সামরিক মহড়া শুরুর আগে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার অংশ হিসেবে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া।
এদিকে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের আসন্ন বার্ষিক সামরিক মহড়াতে প্রায় ১০ হাজার সৈন্য অংশগ্রহন করবে। দক্ষিন কোরিয়া ও যুক্তরাষ্ট্র তাদের এই মহড়াকে প্রতিরক্ষার অংশ বললেও উত্তর কোরিয়া এটিকে তাদের প্রতি হামলার শামিল বলে আখ্যায়িত করে আসছে।
প্রক্রিয়াধীন এই সামরিক মহড়াটি দুটি ধাপে অনুষ্ঠিত হবে। এদের একটি হল কে রিসোলভ যেটি সম্পূর্ণ কম্পিউটার নিয়ন্ত্রিত একটি পদ্ধতি এবং  ১২ দিন ধরে চলবে। অপরটি হল ফোয়েল ইগল যেটি স্থলে, আকাশে ও পানি পথে মহড়া চালাবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img