স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাত্র ১৯৩ রানে অল আউট হয়েছে বাংলাদেশ। টাইগারদের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেছেন নাসির হোসেন।
ব্রিসবেনে অ্যালান বোর্ডার মাঠে খেলার ৪৪তম ওভারেই সবকটি উইকেট হারায় মাশরাফি বাহিনী।
এ ম্যাচে অস্ট্রেলিয়ান একাদশের হয়ে মাঠে নামে অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক। ম্যাচে স্বাগতিকদের হয়ে ১০ ওভার বোলিং করে ৩০ রানের বিনিময় চার উইকেট নিয়েছেন অ্যাস্টন টার্নার।
এর আগে দু’দলের প্রথম প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ান একাদশের বিপক্ষে পাঁচ উইকেটে হারে বাংলাদেশ। সে ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাট করে ২৩১ রান করলে স্বাগতিকরা পাঁচ উইকেট হারিয়ে জয় পায়।