বাড়িপ্রধান খবরআবদুস সুবহানের রায় আগামীকাল

আবদুস সুবহানের রায় আগামীকাল

abdus sovan

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আবদুস সুবহানের  রায় আগামীকাল। গত চার ডিসেম্বর শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান তালিকায় রাখা হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-দুই এ রায় দেবে।

২০১৩ সালের ৩১ ডিসেম্বর হত্যা, গণহত্যা, আটক, নির্যাতন, লুণ্ঠনসহ ৯টি সুনির্দিষ্ট ঘটনার ভিত্তিতে আবদুস সুবহানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। পাকিস্তান আমলে তিনি ছিলেন পাবনা জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় শুরা সদস্য।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরুর পর তিনি পাবনা জেলা শান্তি কমিটির সেক্রেটারি ও পরে ভাইস-প্রেসিডেন্ট হন। তার নেতৃত্বে পাবনা জেলার বিভিন্ন থানায় শান্তি কমিটি, রাজাকার, আলবদর, আলশামস ও মুজাহিদ বাহিনী গঠিত হয়। ট্রাইব্যুনালের নির্দেশে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১২ সালের ২০ সেপ্টেম্বর সুবহানকে গ্রেফতার করে পুলিশ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img