স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আবদুস সুবহানের রায় আগামীকাল। গত চার ডিসেম্বর শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান তালিকায় রাখা হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-দুই এ রায় দেবে।
২০১৩ সালের ৩১ ডিসেম্বর হত্যা, গণহত্যা, আটক, নির্যাতন, লুণ্ঠনসহ ৯টি সুনির্দিষ্ট ঘটনার ভিত্তিতে আবদুস সুবহানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। পাকিস্তান আমলে তিনি ছিলেন পাবনা জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় শুরা সদস্য।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরুর পর তিনি পাবনা জেলা শান্তি কমিটির সেক্রেটারি ও পরে ভাইস-প্রেসিডেন্ট হন। তার নেতৃত্বে পাবনা জেলার বিভিন্ন থানায় শান্তি কমিটি, রাজাকার, আলবদর, আলশামস ও মুজাহিদ বাহিনী গঠিত হয়। ট্রাইব্যুনালের নির্দেশে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১২ সালের ২০ সেপ্টেম্বর সুবহানকে গ্রেফতার করে পুলিশ।