বাড়িআন্তর্জাতিকআফগানিস্তানে তুষারধসে ৩০ জনের মৃত্যু

আফগানিস্তানে তুষারধসে ৩০ জনের মৃত্যু

tushar

আন্তর্জাতিক সংবাদ, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলের ‍পাঞ্জশির উপত্যকায় ভয়াবহ তুষারধসে অন্তত ৩০ জনের প্রাণহানি হয়েছে। সেই সাথে তুষারধসে চাপা পড়েছে ৬০টিরও বসতবাড়ি। এসব বাড়িতে নিখোঁজ রয়েছে আরও বেশ কিছু লোক।

বুধবার  আন্তর্জাতিক সংবাদমাধ্যম গুলো পাঞ্জশির উপত্যকার ভারপ্রাপ্ত গভর্নর আবদুল রহমান কাবিরিকে উদ্ধৃত করে এ খবর জানিয়েছে।

কাবিরি বার্তা সংস্থা এপিকে জানান, ঝড়ে সৃষ্ট তুষারধসের পর প্রশাসনের তরফ থেকে উপদ্রুত এলাকায় উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। উদ্ধারকর্মীরা খালি হাতে তৎপরতা চালানোর পাশাপাশি সরঞ্জামাদিও ব্যবহার করছেন।

স্থানীয় সূত্র ৩০ জনের প্রাণহানির খবর নিশ্চিত করলেও জরুরি বিভাগের কর্মকর্তারা হতাহতের ব্যাপারে কোনো কথা বলেননি। তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেই স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দেশটির উত্তর-পূর্বাঞ্চলের বড় একটি এলাকা গত ২৪ ঘণ্টাই তুষারে ঢাকা পড়েছে। এর মধ্যে সৃষ্ট ঝড় ওই এলাকায় মারাত্মক বিপর্যয় ডেকে এনেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img