স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ প্রায় দুই ঘণ্টা আন্দোলনের মুখে পেছাল ইউআইটিএস বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা। ইউআইটিএস বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্জ কেএম সাইফুল ইসলাম ক্লাস ও পরীক্ষা পিছানোর ঘোষণা দেন।
আজ বুধবার সোয়া বারটার দিকে এ ঘোষণা দেন তিনি।
ছাত্র- ছাত্রীদের আন্দোলনের মুখে শুক্রবার ও শনিবার ক্লাস নেয়ার সিদ্ধান্ত নেয় ইউআইটিএস বিশ্ববিদ্যাল কর্তৃপক্ষ। সেই সাথে মিডটার্ম পরীক্ষার সময় সূচি পরবর্তীতে নিজ নিজ বিভাগে জানিয়ে দেয়া হবে বলে জানান উপ-উপাচার্জ কেএম সাইফুল ইসলাম।
এর আগে অবরোধ-হরতালে ক্লাস সিডিউল ব্যহত হওয়ার ফলে সময় মত সিলেবাস শেষ করতে না পারায় ক্লাস এবং মিডটার্ম পরীক্ষা স্থগিতের দাবিতে বিক্ষোভ করে ইউআইটিএস বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর।
ইউআইটিএস-এর এক শিক্ষার্থী জানান, হরতালে ক্লাস করতে না পারায় ও সিলেবাসও শেষ না হওয়ার ফলে ক্লাস এবং মিডটার্ম পরীক্ষা স্থগিতের দাবিতে তারা এই আন্দোলন করে তারা।
উল্লেখ্য, ছাত্র- ছাত্রীদের আন্দোলনের মুখে আপাতত ক্লাস এবং পরীক্ষা স্থগিতের ঘোষণা করেছে নর্থ সাউথ, ইস্ট-ওয়েস্ট, আইইউবিসহ বেশকিছু বেসরকারী বিশ্ববিদ্যালয়।