স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ আন্তর্জাতিক ট্রাইব্যুনালের দক্ষিণ গেটের সামনে পর পর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। বিএনপি-জামায়াতের হরতালের মধ্যে এই বিস্ফেরণ ঘটলো।
আজ বেলা সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
উল্লেখ্য, জামায়াতে ইসলামের সিনিয়র নায়েবে আমীর আবদুস সুবহানের মানবতা বিরোধী অপরাধ মামলার রায় প্রকাশের ঠিক আগে এই বিস্ফোরণ ঘটে।
এদিকে প্রায় একই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ভেতরে পর পর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটেছে।