স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ আন্তর্জাতিক ক্রিকেটে আবারো বোলিং করার অনুমতি পেলেন বাংলাদেশী অফ স্পিনার সোহাগ গাজী । আইসিসি’র বোলিং টেস্ট শেষে ছাড়পত্র পান এ তারকা বলার।
গত ২৪ জানুয়ারি ভারতের চেন্নাইয়ে স্যার রামচন্দ্র ইউনিভার্সিটিতে বোলিং পরিক্ষা করানো হয়।
আইসিসি’র বোলিং টেস্ট করার পর দেখা যায় এ অফ স্পিনার নিয়ম অনুযায়ী হাতের কুনই ১৫ ডিগ্রীর কম ভাঙেন। এর আগে আম্পায়ারদের সন্দেহে পড়ে বোলিং থেকে নিষেধাজ্ঞা পেয়েছিলেন গাজী।
গত বছরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আম্পায়ারদের সন্দেহে পড়ন গাজী। পরে অক্টেবরে ইংল্যান্ডের কার্ডিফে বোলিং পরিক্ষা করালে বোলিং থেকে নিষেধাজ্ঞা পান তিনি।