বাড়িজাতীয়আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সামনে শিক্ষার্থী হত্যার প্রতিবাদে মানববন্ধন

আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সামনে শিক্ষার্থী হত্যার প্রতিবাদে মানববন্ধন

IMG_0005

রুবেল ইসলাম, সময় সংবাদ বিডি-

মুন্সীগঞ্জঃ মুন্সীগঞ্জের লৌহজংয়ে এস.এস.সি পরিক্ষার্থী উম্মে হাবিবা লোপার হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ঢাকা-মাওয়া মহাসড়কের লৌহজংয়ের মাওয়া চৌরাস্তা সংলগ্ন আনোয়ার চৌধুরী উচ্চ  বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী ।

মঙ্গলবার বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত প্রায় ৫০০ জন শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী এই মানববন্ধনে অংশ গ্রহণ করে। এসময় উপস্থিত ছিলেন, স্কুলের প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র মন্ডল, সানজিদা সুলতানা, রুহুল আমিন, আঃ হালিম ও স্কুল কমিটির অভিভাবক সদস্য মিজানুর রহমান খান, আজিজুল জুয়েল, নুরুল হক প্রমুখ। গত ৩ জানুয়ারী শ্রীনগর থানার বেজগাাঁও গ্রামে লোপার শ্বশুর বাড়ীতে তার অপমৃত্যু হয়।

এ ব্যাপারে উম্মে হাবিবা লোপার বাবা লৌহজংয়ের মেদেনী মন্ডল গ্রামের ওসমান শেখ বাদী হয়ে মুন্সীগঞ্জ আদালতে ৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

এক মাসের বেশী হলেও পুলিশ লোপার স্বামী আজিম শেখ (২৬), শ্বশুর আবুল শেখ সহ কোন আসামীকে গ্রেপ্তার করতে না পারায় তারা মানববন্ধনের মাধমে হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির দাবী জানান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img