বাড়িপ্রধান খবরআদালতে যাচ্ছেন না খালেদা

আদালতে যাচ্ছেন না খালেদা

Khaleda1
স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা সত্ত্বেও হাজিরা দিতে আদালতে যাচ্ছেন না । তবে খালেদার আইনজীবীরা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার এবং তার জামিনের জন্য আবেদন করেছেন।
বুধবার খালেদা জিয়ার আইনজীবীদের সঙ্গে আলাপকালে তারা এ খবর জানান।
এ বিষয়ে খালেদা জিয়ার আইনজীবী ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন জানান, আমরা খালেদা জিয়ার নিরাপত্তা চেয়েছিলাম। কিন্তু সরকার তার বদলে তার সন্ত্রাস বাহিনী দিয়ে গুলশান কার্যালয় ঘেরাও করে রেখেছে। সরকার যদি নিরাপত্তা দিতো তবে খালেদা জিয়া অবশ্যই আদালতে যেতেন।
অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া জানান, নিরাপত্তাজনিত কারণে আদালতে যাবেন না তিনি। গুলশান কার্যালয় যেভাবে ঘেরাও করে রাখা হয়েছে এ অবস্থায় আদালতে যাওয়া সম্ভব নয়।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বুধবার বেগম খালেদা জিয়ার আদালতে হাজির হওয়ার তারিখ। গত ২৬ ফেব্রুয়ারি এ দু’টি মামলায় বকশিবাজারের বিশেষ আদালতে হাজির না হওয়ায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img