বাড়িঅপরাধ ও দুর্নীতিআদালতের নির্দেশ আমান্য করে টঙ্গীবাড়িতে দোকানঘর নির্মাণ

আদালতের নির্দেশ আমান্য করে টঙ্গীবাড়িতে দোকানঘর নির্মাণ

DSCF1370 (Medium)

রুবেল ইসলাম, সময় সংবাদ বিডি-

মুন্সিগঞ্জঃ আদালতের নির্দেশনামা অমান্য করে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি মেম্বার নজরুল ইসলাম খানের ভরাট জমি দখল করে দোকানঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে এক ভূমিদস্যূর বিরুদ্ধে। এ নিয়ে উপজেলার আউটশাহী ইউনিয়নের সুবচনি বাজার সংলগ্ন মির্জানগর গ্রামে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছে।

স্থানীয় প্রশাসন নিরব থাকায় গত ২দিন ধরে ভূমিদস্যূ শফিউদ্দিন গং এ দখল কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

এদিকে ভুক্তভোগী মুক্তিযোদ্ধা ও আউটশাহী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড়ের সাবেক মেম্বার নজরুল ইসলাম খান জানান, পারিবারিক ১৮ শতাংশ সম্পত্তির বিরোধ নিয়ে গত ২৪ শে ফেব্রুয়ারি মুন্সীগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি পিটিশনি  মামলা (১০৯/২০১৫) করি। এ মামলায় আদালত নিষেধাজ্ঞা জারি করেন।

এ নিষেধাজ্ঞার আদেশনামা ওইদিনই টঙ্গীবাড়ি থানা ও ভূমি অফিসে পাঠানো হয়। এরপর টঙ্গীবাড়ি থানার এসআই সিরাজুল ইসলাম মির্জানগর গ্রামে গিয়ে তদন্ত করে আসেন এবং শফিউদ্দিন গংকে কাজ না করার নির্দেশ দিয়ে আসেন।

DSCF1365 (Medium)

কিন্ত গত ২-৩ দিন ধরে স্থানীয়দের ভাড়া করে বিরোধপূর্ণ জমিতে আমার ঘর ভেঙ্গে ও নাল জমি ভরাট করে দোকানঘর নির্মাণ শুরু করেন। এ ঘঁনা থানার পুলিশকে অবহিত করা হলেও তারা কোন ব্যবস্থা নিচ্ছেন না বলে তিনি জানান।

নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসী জানান, ভূমিদস্যূ শফিউদ্দিন সাথে এলাকার অনেকের সম্পত্তি নিয়ে মামলা চলছে। তার রয়েছে একটি নিজস্ব বাহিনী। যাদের ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পায়না।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) বিথি দেবনাথ জানান, আমি মাত্র জয়েন দিয়েছি, বিষয়টি আমার জানা নেই।

টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ আব্দুল মালেক জানান, বিষয়টি আমার জানা নেই বলে তিনি জানান।

এ ব্যাপারে শফিউদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img