বাড়িজাতীয়আদালতের নির্দেশনা পেলে খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হবে,স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

আদালতের নির্দেশনা পেলে খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হবে,স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

1419260700

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ রবিবার বিকালে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, আদালতের নির্দেশনা পেলে খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, প্রধান বিচারপতির সঙ্গে এটা সম্পূর্ণ সৌজন্য সাক্ষাৎ। আসার পর উনি দুএকটা কথা বলেছেন। সুপ্রিম কোর্টের নিরাপত্তা উন্নয়ন করতে বলেছেন। সেটা আমরা দেখব।

হরতাল বন্ধে নতুন আইন করা হবে কি-না জানতে চাইলে তিনি বলেন, নতুন কোনো আইনের প্রয়োজন নেই। ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী একটা আইন আছে। এটাতেই সব বন্ধ করা সম্ভব।

খালেদা জিয়ার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর সম্মতি সম্পর্কিত সংবাদমাধ্যমের খবরের প্রসঙ্গ উল্লেখ করে গ্রেপ্তারের সময় জানতে চাইলে তিনি বলেন, ‘গ্রেপ্তারের কথা আসছে কেন? আদালত যখন বলবে, তখন গ্রেপ্তার করব। এখন এই প্রশ্ন আসছে না।

বন্দুকযুদ্ধ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু বাংলাদেশেই নয়, সারা পৃথিবীতে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটঠে। ফ্রান্সে চারজনকে মেরে ফেলা হয়েছে।

যেখানে সন্ত্রাস দমনের প্রয়োজনীয়তা দেখা দেয়, পুলিশ যেখানে অ্যাকশনে যায়, সন্ত্রাসীকে ধরতে যায়, সেখানেই বন্দুকযুদ্ধ হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img