বাড়িজাতীয়আটরশির ওরসকে কেন্দ্র করে দুর্ভোগে যাত্রীরা

আটরশির ওরসকে কেন্দ্র করে দুর্ভোগে যাত্রীরা

14-02-----1

রুবেল ইসলাম, সময় সংবাদ বিডি-

মুন্সীগঞ্জঃ ফরিদপুরের আটরশির ওরসকে কেন্দ্র করে  শিমুলিয়া ফেরীঘাটে যানবাহনের বাড়তি চাপ দেখা দিয়েছে।

শনিবার সকাল থেকেই ফেরীঘাটে ফেরী পারাপারে জন্য হুমড়ি খেয়ে পড়ে ৩শতাধিক আটরশিগামী বাস ও ছোট ছোট যানবাহন। সকাল থেকে দীঘ যানজটে ঘাটে সবমিলিয়ে ৫শত গাড়ী পারাপারের অপেক্ষায় থাকতে হয়। এ সময় ছুটির দিনেও পদ্মা পাড়ি দিতে না পেরে  আটরশির জাকেরানেরা ঘন্টার পর ঘন্টা ধরে ফেরী পারপারের অপেক্ষায় থাকে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত শিমুলিয়া ঘাটে যানজটে আটকে ছিল দুই শতাধিক পণ্যবাহী ট্রাকসহ ৩ শতাধিক যাত্রীবাহী বাস ও ছোট যানবাহন। এরই মধ্যে শুক্রবার মধরাতে রো রো ফেরী শাহ পরাণ শিমুলিয়া ভাসমান কারখানায় মেরামতের জন্য নিয়ে যাওয়া হয়। এতে করে গতকাল এ রুটে ১৬টি ফেরীর মধ্যে মোট ১৫টি ফেরী চলাচল করলেও বাড়তি এসব যানবাহনের চাপে হিমশিম খেতে হয় ফেরী কর্তৃপক্ষকে। এ সময় ফেরীঘাটে আটরশির ভক্তদের পাশাপাশি দক্ষিণবঙ্গের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

বিআইডব্লিউটিসির সহকারী ম্যানেজার (বাণিজ্য)আব্দুল আলীম ও কাউন্টার স্টাফ আলামীন জানান, ফরিদপুরের আটরশির ওরসকে কেন্দ্র করে ফেরীঘাটে যানবাহনের বাড়তি চাপ দেখা দেয়। বিকেল পর্যন্ত অন্যান্য গাড়ীর সাথে সাথে শুধুমাত্র আটরশিরই ছোট গাড়ী ও বাসসহ ৩শতাধিক  যানবাহন পারাপার করা হয়। এক পর্যায়ে বিকেলে যানবাহনের বাড়তি চাপ অনেকটা নিয়ন্ত্রণে আসলেও ঐ সময় ফেরীঘাটে দুই শতাধিক ট্রাক ও শতাধিক বিভিন্ন যাত্রীবাহী যানবাহন পারাপারের অপেক্ষায় ছিল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img