ক্রীড়া প্রতিবেদক,
ঢাকা: একদিকে স্বপ্ন পূরণের হাতছানি। অন্যদিকে প্রথম ম্যাচে হারের প্রতিশোধ নেয়ার সুযোগ। এমন দেনাপাওনার সামনে দাঁড়িয়ে আছে বাংলাদেশ দল। মালয়েশিয়ার বিপক্ষে রবিবার বিকেল ৫টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে সেই হিসেব মেটাতে নামবেন মামুনুলরা।
ম্যাচ জিতলেই কোটি টাকা। আগের বার এই মালয়েশিয়ার জন্য ৩৭ লাখ টাকা হাতছাড়া হয়েছিল টাইগারদের। থাইল্যান্ডকে হারানোর পর বাফুফে সভাপতি সালাউদ্দিন ঘোষণা দিয়েছেন ফাইনাল জিতলে খেলোয়াড়দের দেয়া হবে কোটি টাকা পুরস্কার।
ফাইনালে ওঠার পর গতকালের অনুশীলনে এমিলিদের ফুরফুরে দেখা গেলেও, চোখেমুখে ছিল সতর্কতার আভাস। কোচের প্রতিটি কথা তাদের শুনতে দেখা গেছে মনযোগী ছাত্রের মতো।
থাইল্যান্ডের বিপক্ষে মাঠে ছিল উপচে পড়া ভিড়, যা বাংলাদেশ ফুটবলের হারানো দিনকে মনে করিয়ে দিয়েছে। ফাইনালেও নামবে দর্শক ঢল। ইতিমধ্যে ম্যাচের টিকেট শেষ! ক্রিকেট খেলার সময় যে চিত্র দেখা যায় গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামেও দেখা গেছে সেই চিত্র-কালোবাজারিদের পেছন পেছন টিকেট প্রত্যাশীদের ছুটাছুটি।
সবার চাওয়ার পারদ তরতর করে বেড়ে চললেও ম্যাচটি জেতা এত সহজ হবে না। সেটা বোঝা গেল মামুনুলের কথায়, ‘ওরা আমাদের প্রথম ম্যাচে হারিয়েছিল। অলিম্পিক দল হলেও, ওরা দারুণ ফুটবল খেলে। দ্রুত আক্রমণে যায়। আবার নিচে নেমে আসে। তবে আমরা প্রথম ম্যাচের ভুলগুলো থেকে শিক্ষা নিতে চাই। দেশবাসীকে শিরোপার আনন্দে ভাসতে চাই।’
এদিকে মালয়েশিয়ান কোচ বলেছেন, ‘বাংলাদেশ প্রতিটি ম্যাচে উন্নতি করছে। মাঠ, দর্শক সবকিছু ওদের অনুকূলে থাকলেও, আমরা এতটুকু ছাড় দিব না।’