বাড়িপ্রধান খবরআজ সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু

আজ সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু

সময় সংবাদ বিডি,

ঢাকা: সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে সারাদেশে জনের মৃত্যু হয়েছে।এছাড়া গত ২৪ ঘণ্টায় দুই হাজার ২৮৮ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম এ তথ্য জানান।

স্বাস্থ্য অধিদপ্তর আজ জানায়, বুধবার (১৬ আগস্ট) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া দুই হাজার ২৮৮ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৮৯৯ জন। আর ঢাকার বাইরে এক হাজার ৩৮৯ জন।

এর আগে ২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img