বাড়িঅপরাধ ও দুর্নীতিআজ মোহাম্মদ আলীর মৃত্যু বার্ষিকী!

আজ মোহাম্মদ আলীর মৃত্যু বার্ষিকী!


মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর মোহনপুর উপজেলার চকবিরহী গ্রামে দুর্বিত্তের ছুরিকাঘাতে নিহত হন সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী (৬৫)। আজ নিহত মোহাম্মদ আলীর মৃত্যু বার্ষিকী। গত বছর ১০ আগষ্ট তাকে নির্মমভাবে হত্যা করা হয়। এঘটনার একদিন পর থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের পরিবার। নিহত মোহাম্মদ আলী উপজেলার জাহানাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য এবং চকবিরহী গ্রামের উজাল উদ্দিনের ছেলে।

গতবছর শনিবার (২১ আগস্ট) সকালে নিহত মোহাম্মদ আলীর ছেলে রাশেদুল ইসলাম বাদি হয়ে দুইজনের নাম উল্লেখ করে মোহনপুর থানায় মামলা দায়ের করেন। এ মামলায় দুজন আসামিকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেন থানা পুলিশ। বর্তমানে মামলার প্রধান আসামি হাজতে থাকলে আরেক আসামি জামিনে রয়েছেন।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাঃ তৌহিদুল ইসলাম বলেন, ঐ ঘটনায় থানায় অভিযোগের পর ঘটনায় জড়িত দুই জন আসামিকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। আদালতে মামলাটি বিচারাধীন রয়েছে।

নিহতের পরিবার জানান, মোহাম্মদ আলী নিহতের ঘটনায় তারা থানায় মামলা দায়ের করেন। পরে থানা পুলিশের আন্তরিকতায় দ্রুত আসামিদের আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছেন। আমরা আশা করছি, আদালতে এ মামলার সঠিক বিচার পাবো।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img