স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ রাজধানীতে ককটেল বিস্ফোরণে ইডেন কলেজের ৪ ছাত্রী আহত হয়েছে। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
শনিবার রাত সোয়া ৮টার দিকে আজিমপুর বাসস্ট্যান্ডের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে ওই শিক্ষার্থীদের পায়ে ককটেলের স্প্লিন্টার লাগে।
আহত ছাত্রীরা হলেন- লিমা, অ্যানি, ঐশী ও লাবনী। তারা ইডেন মহিলা কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী।
আহতদের মধ্যে ঐশি ও লিমা ইডেন কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্রী ও এ্যানি একই কলেজের দর্শন বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্রী। তারা সবাই ইডেন কলেজ হলে থাকেন।তাদের সবার বসয় ২১ থেকে ২২ বছর। বর্তমানে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আজিমপুরে একটি হোটেল থেকে নাস্তা করে তারা আজিমপুর চৌরাস্তা দিয়ে হলে যাচ্ছিলেন। এমন সময় হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটে। এতে তারা সবাই আঘাতপ্রাপ্ত হন। তাদের পায়ে আঘাত লেগেছে।