স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ রাজধানীর আগারগাঁওয়ে বস্তিতে লাগা আগুন সার্ভিসের ১০টি ইউনিট প্রায় ৫০ মিনিট চেষ্টার পর নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন ফায়ার সার্ভিস কর্মীর। প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বুধবার বেলা ১১টা ২৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়।
এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় সজীব নামে চার বছরেরএক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সে গোপালগঞ্জের তুহিন শেখ এর ছেলে।
অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় তিনশ ঘর পুড়েছে বলে দাবি বাসিন্দাদের। এছাড়া এ ঘটনায় দু’জন আহত হয়েছেন বলেও দাবি তাদের।
ফায়ার সার্ভিসের ওসি (কন্ট্রোল রুম) এনায়েত হোসেন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, হেডকোয়ার্টার থেকে দু’টি, মিরপুর থেকে তিনটি, তেজগাঁও থেকে দু’টি ও মোহাম্মদপুর ফায়ার সার্ভিস থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।