স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ ২০ দলীয় জোটের চলমান হরতালে রাজধানীর আগারগাঁও জাতীয় বেতার ভবনের মধ্যে পরপর ৩টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে গোলাম মোস্তফা নামের এক সিকিউরিট গার্ড আহত হন।
মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যার পর কে বা কারা বেতার ভবনের বাউন্ডারীর ভেতরে পরপর ৩টি ককটেল ছুড়ে মারলে তা বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ ঘটনায় বেতার কার্যালয়ে থাকা লোকজন ছুটোছুটি করে বের হয়ে যান।
ককটেল বিস্ফোরণের শব্দ শুনে পুলিশ ঘটনাস্থলে যান। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেন নি।