স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ:আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ৫ প্রভাবশালী মন্ত্রী ও আওয়ামী লীগের ৩ নেতার প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছেন গোপাল সরকার নামের এক ব্যক্তি। হুমকিদাতা চিঠিতে নিজের পরিচয়ের ক্ষেত্রে চরমপন্থী সংগঠন সর্বহারা (বঙ্গভূমি) নাম ব্যবহার করেন।
আমেরিকার নিউইয়র্কের ব্রুকলিন থেকে ওই হুমকিপত্র পাঠানো হয়েছে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দোতলায় অবস্থিত ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে। পাঠানো হয়েছে ছাত্রলীগ সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুলের নামে।
এ বিষয়ে জানতে চাইলে বদিউজ্জামান সোহাগ বলেন, গত বুধবার বিকালে চিঠিটি হাতে পাই আমরা। ওই খামে মোট ১১টি ডাকটিকিট রয়েছে। ইংরেজি ভাষায় কম্পিউটারে লিখে পাঠানো চিঠিটির সাবজেক্টে লেখা হয়েছে, ‘টিকেট ফর সি বঙ্গবন্ধু’।
এক পৃষ্ঠার ওই চিঠিটি উল্লেখ করা হয়েছে, ‘দয়া করে সতর্ক থাকুন। আপনাদের বঙ্গবন্ধুর পরিণতি বরণ করার টিকিট নিশ্চিত করছি আমরা। আমরা আমাদের হিটলিস্ট তৈরি করছি একের পর এক। আপনার কিছু মানুষ এতে বাধা সৃষ্টি করছেন এবং আমাদের সোনার বাংলাকে ধ্বংস করছেন। আপনারা ভুল সিদ্ধান্ত নিচ্ছেন, যার জন্য আমাদের সমস্যা হচ্ছে। সমস্যা তৈরি করছেন যারা তারা হচ্ছেন বণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ত্রাণ ও দুর্যোগমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।
হুমকিপত্রে প্রায় প্রতিটি নামের পাশেই ব্রাকেটে ব্যঙ্গাত্মক পরিচয়, পদবি লেখা আছে। চিঠির শেষে বলা হয়েছে, আমরা হাসিনা (আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা), খালেদাকে (বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া) ঘৃণা করি কিন্তু আপনারাও এদের মতো। আপনারা জনগণের জন্য নয়, নৌকার (আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক) জন্য রাজনীতি করছেন। যত দ্রুত সম্ভব আপনাদের আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করেন দয়া করে।
চিঠির বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেন, আমরা এসব হুমকি-ধমকিকে পাত্তা দিচ্ছি না। কতজন ফোনে, এসএমএসে প্রাণনাশের হুমকি দেয়। আর এটা তো আমেরিকার ব্রুকলিন থেকে পাঠানো একটা চিঠি।