স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার বড়নাল-ইলিয়াছাবাদ ইউনিয়নের বড়নাল স্কুল মাঠে এলাকায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে নড়াইলের কালিয়া উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে।
এতে প্রতিপক্ষের গুলিতে এনামুল হক (৩২) নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন। এ ঘটনায় আওয়ামী লীগ নেতা বড়নাল-ইলিয়াছাবাদ ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলামকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বড়নাল-ইলিয়াছাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম ও স্থানীয় আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছিল।
এর জের ধরে সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এসময় গুলিতে এনামুল নিহত হন। নিহত এনামুল হক নজরুল ইসলামের সমর্থক বলে দাবি করা হয়েছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।