নিজস্ব প্রতিবেদক || সময় সংবাদ বিডি ঢাকা ।
ইন্টারন্যাশনাল প্রেস কমিউনিটি অব বাংলাদেশ (আইপিসিবি)’র উদ্যোগে রবিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সাংবাদিক রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো.মফিজুর রহমান খান বাবু,সংগঠনের সভাপতি আনজুমান আরা শিল্পী, সাধারণ সম্পাদক গাজী তুষার আহমেদ, দৈনিক বাংলাদেশের আলোর নির্বাহী সম্পাদক শাহীন আলম,পুরানা পল্টন কলেজের গভর্নিং বডির সভাপতি মনির আহমেদ মনা, মিডিয়া জার্নালিস্ট ক্লাব অব বাংলাদেশ’র সভাপতি, বাংলাদেশ নিউজ এডিটরস গিল্ডের সভাপতি বাদল চৌধুরী, নঈম মাশরেকী সম্পাদক মাসিক জনপ্রশাসন, বিশিষ্ট সাংবাদিক, কবি বজলুর রায়হান, ওয়ার্কিং উইমেনস ফোরামের সাধারণ সম্পাদক আমিনা ইসলাম, সাংবাদিক রফিকুল ইসলাম কচি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’ সাবেক নির্বাহী সদস্য গোলাম মুজতবা ধ্রুব, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নাজু মির্জা, কোষাধ্যক্ষ আফরোজা আক্তার, সাংগঠনিক সম্পাদক রহিমা খানম, প্রচার ও প্রকাশক সম্পাদক আতাউর রহমান সোহাগ, নির্বাহী সদস্য উজ্জ্বল মোল্লা,স্বপন দেবনাথ, কথাসাহিত্যিক তালুকদার লাভলী, বিশিষ্ট সাংবাদিক রফিকুল ইসলাম বিপ্লব, তথ্য অধিদপ্তরের কর্মকর্তা মীর তারেক হোসেন সুমন প্রমুখ।
পিঠা উৎসবে ইন্টারন্যাশনাল প্রেস কমিউনিটি অব বাংলাদেশ’র সভাপতি আনজুমান আরা শিল্পীর জন্মদিন পালন করা হয়।