স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ রাজধানীর গুলশান-২ নম্বর সেক্টরে ‘আইকে টাওয়ার’ এ লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার জানান, আগুন নেভাতে বারিধারা থেকে দুইটি এবং সদর দফতর থেকে৫ টি ইউনিট ঘটনাস্থলের পোঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় বিবিসি বাংলার মিডিয়া অ্যাকশন রুমের কিছু যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সাথে এসি মেশিনের বিস্ফোরণ ঘটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানান সেখানে দায়িত্বরত নিরাপত্তারক্ষী কর্মীরা।
তবে অগ্নিকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।