বাড়িআন্তর্জাতিকআইএস’র শিরশ্ছেদকারী জঙ্গির নাম প্রকাশ

আইএস’র শিরশ্ছেদকারী জঙ্গির নাম প্রকাশ

news_img (1)

অান্তজাতিক সংবাদ,সময় সংবাদ বিডি-

পশ্চিমা জিম্মিদের শিরশ্ছেদকারী মুখোশ পরিহিত ইসলামিক স্টেটের (আইএস) সেই জঙ্গির নাম প্রকাশ করেছে বিবিসি। পশ্চিমা জিম্মিদের শিরশ্ছেদের ভিডিওতে যাকে অনেক বার দেখা গেছে। এতদিন ‘জিহাদি জন’ নামে পরিচিত হয়ে আসছিলেন তিনি।

তবে বিবিসির খবরে বলা হয়, আইএস’র ওই জঙ্গির নাম মোহাম্মদ এমওয়াজি। তার বাড়ি পশ্চিম লন্ডনে বলে জানায় বিবিসি।

অভিযান পরিচালানার সুবিধার্থে এত দিন তার নাম প্রকাশ করা হয়নি।

গত বছরের আগস্টে মার্কিন সাংবাদিক জেমস ফলির শিরশ্ছেদের যে ভিডিও প্রকাশিত হয়, সেই ভিডিওতে প্রথমবারের মতো এমওয়াজিকে দেখা যায়।

এছাড়া মার্কিন সাংবাদিক স্টিভেন সটলফ, ব্রিটিশ ত্রাণকর্মী ডেভিড হেইন্স, ব্রিটিশ ট্যাক্সি চালক অ্যালান হেনিনং এবং মার্কিন ত্রাণকর্মী আব্দুল রহমান কাসিগের শিরশ্ছেদের প্রকাশিত ভিডিওতেও এমওয়াজিকে দেখা গেছে।

গত মাসে দুই জাপানি জিম্মির শিরশ্ছেদের সময় প্রকাশিত ভিডিওতেও এমওয়াজিকে দেখা গেছে।

প্রসঙ্গত, এমওয়াজির সাথে সোমালিয়ার আল-শাবাব জঙ্গি গোষ্ঠীর যোগসূত্র রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ২০০৬ সালে একবার সোমালিয়ায় গিয়েছিলন তিনি। সে সময় ওই জঙ্গি গোষ্ঠীর সাথে যোগসূত্র স্থাপন করেন এমওয়াজি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img