অান্তজাতিক সংবাদ,সময় সংবাদ বিডি-
ঢাকাঃঅস্ট্রেলিয়ার দক্ষিণ ও উত্তর উপকূলে মার্সিয়া ও লাম নামে ২টি ঘূর্ণিঝড় ধেয়ে আসছে। শুক্রবার নাগাদ ঘূর্ণিঝড় ২টি উপকূলে আঘাত হানতে পারে।
বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপি অনলাইন এ খবর নিশ্চিত করেছে।
খবরে বলা হয়, ঘূর্ণিঝড়ের আঘাতে উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার সকাল নাগাদ উপজাতি অধ্যুষিত উত্তর উপকূলীয় মিলিনগিমবি এবং গাপুউয়াক এলাকায় ক্যাটাগরি-৩ ঘূর্ণিঝড় ‘লাম’ আঘাত হানতে পারে। এর ফলে উপকূলে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি ভূমিধসেরও আশঙ্কা করা হচ্ছে।
তাছাড়া দক্ষিণ উপকূলে আঘাত হানতে যাচ্ছে ক্যাটাগরি-২ ঘূর্ণিঝড় ‘মার্সিয়া’। ঘূর্ণিঝড়টি আঘাত হানলে দক্ষিণের ঘণবসতীপূর্ণ কুইন্সল্যান্ডবাসী সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীণ হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
কুইন্সল্যান্ড ভূতত্ব জরিপ সংস্থা জানায়, শুক্রবার সকাল নাগাদ মার্সিয়া উপকূলে আঘাত হানতে পারে। তবে আসন্ন ঘূর্ণিঝড়কে সামনে রেখে দেশটিতে বৃষ্টি হচ্ছে বলে খবর পাওয়া গেছে।
এদিকে অস্ট্রেলিয়ার উত্তর উপকূলে ঘূর্ণিঝড়ের আঘাত একটি সাধারণ ঘটনা। ধারণা করা হচ্ছে ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলে ২৭০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
প্রসঙ্গত, বিগত কয়েক বছরে কুইন্সল্যান্ডে বেশ কয়েকবার ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। ২০১৩ সালে ক্যাটাগরি-৫ ঘূর্ণিঝড়ের আঘাতে ৯৭৭ অস্ট্রেলিয় ডলারের সমপরিমান অর্থের ক্ষতি হয়।