বাড়িক্রিকেটঅস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

Bangladesh-Cricket-Team-during-practice-3-600x430

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ ছয় দিনের অনুশীলন শেষে আজ ক্রিকেট অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম পরীক্ষায় মাঠে নামছে মাশরাফির বিন মর্তুজার দল। তবে, হাঁটুর ইনজুরির কারণে স্বাগতিকদের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামতে পারছেন না জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল।

বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়েই মাঠে ফেরার কথা রয়েছে অসি অধিনায়ক মাইকেল ক্লার্কের। তবে, প্রথম ম্যাচে নয়। ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলবেন তিনি। যদিও, ক্রিকেট অস্ট্রেলিয়ার এই একাদশে খেলবেন কুইন্সল্যান্ড রাজ্য দলের মূল তিন খেলোয়াড়। বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের মতে, ‘এই দলটি অস্ট্রেলিয়া জাতীয় দলের পরেই সবচেয়ে বেশি শক্তিশালি।’

আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ভালো করার প্রত্যয় নিয়ে সবার আগেই অস্ট্রেলিয়াতে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপ শুরুর আগেই চারটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে মাশরাফি বাহিনী। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে ৫ ফেব্রেুয়ারী।

অস্ট্রেলিয়া পৌঁছার পর টানা তিন দিন অনুশীলন করে শুক্রবার বিশ্রামে কাটিয়েছে ক্রিকেটাররা। এরপর অস্ট্রেলিয়ার বিস্রবেনে টানা  ৩দিন দিনের অনুশীলন করেছে ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেটে এ ছয় দিয়ে বোলিং-ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও কঠোর অনুশীলন করেছে মাশরাফিরা।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img