নিজস্ব প্রতিবেদক, সময় সংবাদ বিডি-
ঢাকা : বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগ্যান।
আজ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় ম্যাচটি শুরু হচ্ছে।
অস্ট্রেলিয়া দল: জর্জ বেইলি (অধিনায়ক), অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, ব্র্যাড হাডিন, জোস হ্যাজেলউড, মিচেল জনসন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক ও শেন ওয়াটসন।
ইংল্যান্ড দল: ইয়ন মরগান (অধিনায়ক), জিএস ব্যালান্স, ইয়ান বেল, জো রুট, মঈন আলী, জেমস টেইলর, জোস বাটলার, ক্রিস ওকস, স্টুয়ার্ট ব্রড, জেমস আন্ডারসন ও স্টিভেন ফিন।
স্বাগতিক অস্ট্রেলিয়াকে অনুপ্রেরণা যোগাতে মেলবোর্ন স্টেডিয়ামে প্রায় ১ লাখ দর্শক হাজির হয়েছে। অস্ট্রেলিয়ার অধিনায়ক জর্জ বেইলি ঘরের মাঠের সুবিধাকে কাজে লাগিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করতে চান । স্বাগতিক হলেও ইংল্যান্ডের ক্রিকেটাররা অস্ট্রেলিয়াকে হারাতে বদ্ধপরিকর ।