স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ এখনো পর্যন্ত কোন চলচ্চিত্র মুক্তি না পেলেও একের পর এক নতুন ছবিতে নাম লিখে যাচ্ছেন ঢালিউডের যে লাস্যময়ী, তিনি পরীমনি।
তবে পরীমনির ভক্তরা হতাশ হবেন শুনে যে তার ছবি নিষিদ্ধ হলো অশ্লীলতার অভিযোগে। অশ্লীলতার অভিযোগে সেন্সরবোর্ডে আটকে গেছে পরী অভিনীত ‘নগর মাস্তান’ ছবিটি। ছবিটিতে অশ্লীল দৃশ্যের ছড়াছড়িসহ বেশ কিছু অসংলগ্ন সংলাপ রয়েছে বলে অভিযোগ সেন্সরবোর্ডের।
তবে আপিল করার সুযোগ পাবে ‘নগর মাস্তান’ ছবিটি। তার জন্য ছবিতে সংযুক্ত অশ্লীল দৃশ্য ও অসংলগ্ন সংলাপ ফেলে দিতে হবে।
অশ্লীল দৃশ্য ও অসংলগ্ন সংলাপ ফেলে দিয়ে আপিল করলেই ছবিটি আলোর মুখ দেখতে পারে বলে জানিয়েছে সেন্সরবোর্ড।অশ্লীল দৃশ্যের ব্যাপারে পরীমনি বলেন, আমি জানি না ছবিটির ঠিক কোন অংশে অশ্লীলতা রয়েছে। আমিতো কোন অশ্লীল দৃশ্যে অভিনয়ই করিনি।
আর আমি নিশ্চয়ই এমন কোন দৃশ্যে কখনোই অভিনয় করবো না, যা আমি পরিবার পরিজন নিয়ে কখনো দেখতে পারবো না।পরী অভিনীত ‘নগর মাস্তান’ ছবিটি নির্মাণ করেছেন পরিচালক রাকিবুল ইসলাম রাকিব এবং প্রযোজনা করেছেন শফিকুল ইসলাম।
এতে পরীমনি ছাড়াও আরো অভিনয় করেছেন শাহরিয়াজ, জায়েদ খান, সাগর, নবাগতা টিটান চৌধুরী ও মিজু আহমেদ।
প্রসঙ্গত, বড়পর্দায় অভিনয়ের সুযোগ পেয়েই টিভিপর্দাকে বিদায় জানিয়েছিলেন কালের ক্রেজ অভিনেত্রী পরীমনি। কোন ছবি মুক্তি না পেলেও ইতিমধ্যে ডজনখানেক ছবিতে নিজের নাম লিখিয়েছেন। তবে পরীর ভক্তদের জন্যে সুখবর এইযে আজ শুক্রবার এই প্রথমবারের মতো পরী অভিনীত ভালোবাসা সীমাহীন ছবিটি মুক্তি পেয়েছে।
এতে পরীমণির বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক জায়েদ খান। ছবিটি নির্মাণ করেছেন শাহ আলম মণ্ডল।
ভালোবাসা সীমাহীন ছাড়াও মুক্তির অপেক্ষায় আছে, রানা প্লাজা, মনজুড়ে তুই ও পুড়ে যায় মন। এ ছাড়া শুটিং চলছে মন জানে না মনের ঠিকানা, লাভার নাম্বার ওয়ান ও ধূমকেতুসহ আরো কয়েকটি ছবি।
এখান দেখার পালা নিষিদ্ধ ছবির তালিকায় থাকা এ লাস্যময়ী নিজের প্রথম ছবি দিয়ে ভক্তদের ধরে রাখতে পারেন কিনা।