বাড়িবিচিত্রঅর্ধ মস্তিস্কের এক নবজাতকের জন্ম

অর্ধ মস্তিস্কের এক নবজাতকের জন্ম

Natore Deformed child Dated 16-02-2015 (1)

পাপন বসাক, সময় সংবাদ বিডি-

নাটোরঃ নাটোরের সিংড়ার দেশ মেডিকেলে অর্ধ মস্তিস্কের এক নবজাতকের জন্ম হয়েছে।

রবিবার দুপুরে শিউলী বেগম এ পুত্র সন্তানের জন্ম দেয়।

শিউলী সিংড়া পৌর এলাকার চকসিংড়া মহল্লার আঃ মতিনের স্ত্রী। বর্তমানে অর্ধ মস্তিস্কের অস্বাভাবিক এই শিশুটি সুস্থ ও স্বাভাবিক রয়েছে। এ খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ শিশুটিকে এক নজর দেখার জন্য ওই বাড়িতে ভীড় জমায়।

পারিবারিক ও ক্লিনিক সূত্রে জানা গেছে, চকসিংড়া মহল্লার আঃ মতিনের সন্তান সম্ভবা  স্ত্রী শিউলী বেগমের প্রসব বেদনা উঠলে পরিবারের লোকজন স্থানীয় একটি বেসরকারী ক্লিনিকে ভর্তি করে। পরে ডাঃ আখের আলী মন্ডল সিজারিয়ানের মাধ্যমে শিশুটি বের করে আনেন। পরে শিশুটিকে বাড়ী নিয়ে যাওয়া হলে শত শত মানুষ শিশুটিকে এক নজর দেখার জন্য ওই বাড়িতে ভীড় জমায়।

প্রায় ১১ বছর আগে আঃ মতিনের সাথে শিউলী বেগমের বিয়ে হয়। তাদের ঘরে এক ছেলে এক মেয়ে রয়েছে। শিশুটির উন্নত চিকিৎসার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন পরিবারের লোকজন।

ডাঃ আখের আলী মন্ডল জানান, জন্মগত ত্রুটির কারণে এ রকম শিশুর জন্ম হয়। তবে এ ধরনের শিশুরা খুব কম বাঁচে।
সোমবার বেলা ৩টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটি জীবিত ছিল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img